প্রকাশ : ২৬ জুন ২০২২, ১৯:০৪
ভোলায় সিপিপি'র HF & VHF ওয়্যারলেস অপারেটরদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ কর্মশালা
২৬ জুন, ২০২২ রবিবার সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে ভোলা সিপিপি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের সভাপতিত্বে সিপিপি'র HF & VHF ওয়্যারলেস অপারেটরদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
কর্মশালায় ৭ উপজেলার ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগকালে প্রধান কার্যালয়,ঢাকা হতে প্রেরিত সতর্ক বার্তা HF & VHF ওয়্যারলেসের মাধ্যমে গ্রহণ ও প্রচারে কর্মরত নিবেদিতপ্রাণ ২৫ জন অপারেটর অংশগ্রহণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও ২দিন ব্যাপী প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন সিপিপি প্রধান কার্যালয়, ঢাকার পরিচালক (অপারেশন) জনাব মোঃ নূর ইসলাম খান অসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব এস. এম. দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের কর্মকর্তা আব্দুল বারী পারভেজ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ভোলা সদর উপজেলার সিপিপি টিম লিডার জনাব মোঃ আবুল হাসানাত (তসলিম)। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিপিপি'র সহকারী রেডিও ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ হোসেন।